Biology Question Answer Study Zone

We have currently 153 Question Answer for your exclusive preparation.
Question Answer
পেনিসিলিন কী? এন্টিবায়োটিক
মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকৃষ্ট থাকে? ৪টি
RH এন্টিজেন থাকলে ঐ ব্যক্তির রক্তের গ্রুপ কেমন হয়? পজিটিভ
অনুচক্রিকার গড় আয়ু কত ? ১০ দিন
অস্থি ও দন্ত তৈরিতে সাহায্য করে-- -- ভিটামিন ডি ও ক্যালসিয়াম এবং ফসফরাস
অ্যাযোলা সার কোন শ্রেণীর জৈব সার? জীবাণু সার
ইবোলা ভাইরাস -এর লক্ষণ নয়-- উচ্চরক্তচাপ( লক্ষণ গুলো হল> মাথা ব্যাথা, অনেক জ্বর, পাকস্থলীর ব্যথা)
ইবোলা ভাইরাস নামকরণ করা হয় কিভাবে? গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ইবোলা নদীর তীরে এ ভাইরাসের সংক্রমন দেখা দিয়েছিল বলে নদী নামানুসারে ভাইরাসটির নামকরণ করা হয ইবোলা ভাইরাস।
ইলেক্ট্রন ও নিউট্রিনো কোন শ্রেণীর মধ্যে পড়ে? লেপটন শ্রেণী
ইস্ট জাতীয় উদ্ভিদে প্রচুর পরিমাণে কি থাকে? ভিটামিন ‘বি’
ইয়েতি কি? বিড়ালের মতো এক ধরনের আজব প্রাণী , যা উত্তর আমেরিকার বনে পাওয়া যায়। প্রাণীটি যে কোনো গাছ দ্রুত কেটে ফেলে দিতে পারে।
উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়? ফ্যাটি এসিড ও গ্লিসারল।
উদ্ভিদের কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে -- অক্সিজেন।
এক চা চামচ উর্বর মাটিতে কতটি ব্যাকটেরিয়া বাস করে? প্রায় ১০-১২ কোটি।
একটি টিকটিকি একসঙ্গে কয়টি ডিম পারে? ৩০ টি