General Knowledge selected articles for BCS, Job and Admission preparation.

We have currently 40 General Knowledge Bangladesh Affairs reading Materials for your exclusive preparation.
স্থাপত্যকর্ম ও স্থাপতি বাংলাদেশে সরকারী ও বেসরকারী মিলিয়ে মোট কয়টি জাদুঘর আছে? *৮০টি । বঙ্গবন্ধু শেখ মুজিব জাদুঘর অবস্থিত- *ঢাকার সেনানিবাসে। ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন করা হয় কবে? *২২ মার্চ, ১৯৯৬। বাংলাদেশে প্রথম জাদুঘর কোনটি? *বরেন্দ্র জাদুঘর। ঢাকা জাদুঘরের বর্তমান নাম- *জাতীয় জাদুঘর। ভাষা আন্দোলন জাদুঘর অবস্থিত- *ধানমন্ডি।
    বিভাগ ভিত্তিক বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা বিভাগ বৃহত্তম জেলা বঃ কিঃ মিঃ ক্ষুদ্রতম জেলা ব:কি:মি: ঢাকা ময়মনসিংহ ৪৩৬৩ নারায়ণগঞ্জ ৭৫৯ চট্টগ্রাম
বিভাগ পরিচিতি বিভাগ উপজেলা জেলা আয়তন (বর্গ কি: মি:) ঢাকা ১২২ ১৭ ৩১১১৯ রাজশাহী
বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান ও অতীত নাম বর্তমান নাম অতীত নাম ঢাকা জাহাঙ্গীর নগর
বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার- 1.৩২ বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব- ৯৯০জন । দারিদ্র সীমার নিচে বসবাসকারী- ৪০% বাংলাদেশের সবচেয়ে বেশি ও কম দারিদ্র বাস করে- কুষ্টিয়া। বাংলাদেশের অবস্থান জনসংখ্যায়- বিশ্বে-                   ৭ম মুসলিম বিশ্বে-         ৩য় দক্ষিণ এশিয়ায়-      ৩য় (সার্কভূক্ত দেশেও) এশিয়ায়-               ৫ম
বিশ্ব ব্যাংকের (ঢাকাসহ) অফিসের বর্তমান নাম- ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ ফিল্ড অফিস।বাংলাদেশের ব্যক্তিদের ক্ষেত্রে করের আয়সীমা- ১,৬৫,০০০ টাকা।মূল্য সংযোজন কর একটি- পরোক্ষ কর।বাংলাদেশের জাতীয় আয়ের সিংহ ভাগ আসে- কৃষিখাত থেকে।বাংলাদেশের সাথে কোন প্রকার বাণিজ্যিক ও ক'টনৈতিক সম্পর্ক নেই- ঈসরাইলের।প্রাচীন বাংলার অর্থশাস্ত্র- কৌটিল্য বা চানক্যর অর্থশাস্ত্র।বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন- তাজউদ্দীন আহমেদ।মূল্য সংযোজন কর চালু হয়- ১ লা জুলাই ১৯৯১ সালে।বাংলাদেশকে কত সালে দারিদ্র মুক্ত ঘোষণা করা হয়- ২০২০ সালে।প্রত্যক্ষ আওতায় পড়ে- আয়কর।
পদ্মা+ মেঘনা= চাঁদপুর।পদ্মা+যমুনা= গোয়ালন্দ।সুরমা+কুশিয়ারা= আজমিরীগঞ্জ (কালনী নাম)।পুরাতন ব্রহ্মপুত্র + মেঘনা = ভৈরব বাজার।যমুনা + বাঙ্গালী= বগুড়া।রুপসা + ভৈরব = খুলনা।
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ- প্রাকৃতিক গ্যাস।বাংলাদেশে সর্বপ্রথম গ্যাস উত্তোলন শুরু হয়- ১৯৫৭ সালে। (আবিস্কার: ১৯৫৫ সালে, সিলেট হরিপুর)।বর্তমানে মোট গ্যাস ক্ষেত্র- ২৩টি।বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র- তিতাস।গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- বিদ্যুৎ উৎপাদনে।সর্বশেষ গ্যাসক্ষেত্র- কুমিল্লার ভাঙ্গুরা।বাংলাদেশের সামুদ্রিক গ্যাস ক্ষেত্র- দুটি, সাঙ্গু ও কুতুবদিয়া।দেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা হয়- সাঙ্গু।দেশে মোট মজুদকৃত গ্যাস- ২৮.৪ ট্রিলিয়াস ঘনফুট।তিতাস গ্যাসক্ষেত্রটি- ব্রাহ্মণবাড়িয়ায়।
    বাংলাদেশের পাহাড়সমূহ যে শ্রেণীর- ভাজ শ্রেণীর। বাংলাদেশের মৃত্তিকা গবেষণা ইনষ্টিটিউট কোথায় অবসি'ত- ঢাকায়। ‘হিউমাস’ মাটির কি উপকার করে- উর্বরতা বৃদ্ধি করে।  পঁচা মাটিতে যে গ্যাস উৎপন্ন হয় তার নাম-মিথেন গ্যাস।   বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়- গারো (ময়মনসিংহ) বাংলাদেশে সবচেয়ে উঁচু পাহাড়- গাড়ো (মৌলভীবাজার)  বাংলাদেশের কোন পাহাড়ে ইউরিনিয়াম পাওয়া গেছে- কুলাউড়া  চন্দ্রনাথ পাহাড় অবসি'ত- চট্টগ্রামের সীতাকুন্ডে।   চিম্বুক পাহাড় অবসি'ত- বান্দরবান।
বাংলাদেশের সরকারী নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশের সীমানা :- উত্তরে- ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় । পূর্বে- ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার। পশ্চিমে- পশ্চিমবঙ্গ। দক্ষিণে- বঙ্গোপসাগর। বাংলাদেশের চারিদিকে ভারতের কয়টি রাজ্য- পাঁচটি। বাংলাদেশে অধিকাংশ পাহাড় গঠিত হয়- টারশিয়ারীযুগে। ঢাকার প্রতিপাদিক স্থান-চিলির নিকট প্রশানম মহাসাগশরে। বাংলাদেশের বিভাগ- ৭টি (মন্ত্রীসভা অনুযায়ী)। বাংলাদেশের মোট উপজেলা- ৪৮৩ টি ( বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত- ২০৩ সে.মি।